টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছিল এমন কিছু ঘটলে বিশ্বকাপ বয়কট করবে তারাও। তবে শুক্রবার কিংবা সোমবার বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানাবে পাকিস্তান । পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এমনটাই জানিয়েছেন।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসির কাছে বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরানোর আবেদন করেও সফল হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উল্টো বাংলাদেশকে ভারতেই গিয়ে খেলার সিদ্ধান্ত দেয় আইসিসি। রাজি হয়নি বাংলাদেশ, তাই তাদের বিশ্বকাপ থেকেই বাদ দিয়েছে আইসিসি।
এমন শঙ্কা আগেই তৈরি হওয়াতে পিসিবি জানিয়েছিল, বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের চিন্তা করবে। তবে এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে পারেনি তারা।
অবশ্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, শুক্রবার কিংবা সোমবার বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে ছেড়ে দেন নাকভি। আজ শেহবাজের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। সেই বৈঠক শেষে
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ একটি প্রতিবেদন করে যে, বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান। কিছুক্ষণ পরই সেই প্রতিবেদন সরানো হয়।
পরে বিষয়টি নিয়ে এক্স পোস্টে মহসিন নাকভি লিখেছেন,
আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।
বিশ্বকাপ নিয়ে বিসিবির দাবির পক্ষে শুরু থেকেই পাশে ছিল পিসিবি। এমনকি আইসিসি বোর্ডে হওয়া ভোটাভুটিতেও একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়।
