সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়, ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জেতাই কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। এবার টানা দুই ম্যাচ জিতে সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে পাকিস্তান। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-২০ পাকিস্তান জিতেছে ৯০ রানে।

২০১৮ সালে সর্বশেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছিল। সেই খরা কাটিয়েছে সালমান আগার দল। আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৭ রানেই প্রথম উইকেট হারায়। এরপর ৫৫ রানের জুটিতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান সাইম আইয়ুব ও সালমান আগা।

সাইম ১১ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করে সাজঘরে ফেরেন। এদিনও ব্যর্থ বাবর আজম ২ রানে ফিরে যান। চতুর্থ উইকেটে সালমান ও উসমান খান ৪৯ রানের জুটি গড়েন। উভয়ে অর্ধশতক হাঁকান।

সালমান আগার ক্যারিয়ারসেরা ইনিংস, ছবি : সংগৃহীত

সালমান ৪০ বলে ৮ চার, ৪ ছক্কায় ৭৬ ও উসমান ৩৬ বলে ৪ চার, ২ ছয়ে ৫৩ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান করে পাকিস্তান।

এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় রান। এমনকি দুই দলের মধ্যেও সেরা। ২০১৮ সালে পাকিস্তান ৭ উইকেটে ১৯৪ করে অজিদের বিপক্ষে। আর দুই দলের লড়াইয়ে সেরা সংগ্রহ অস্ট্রেলিয়ার, ২০১০ সালে ৭ উইকেটে ১৯৭।

শেষদিকে শাদাব খান ২০ বলে ১ চার, ২ ছয়ে ২৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার ৫ বোলার একটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া নেমে পাকিস্তানের দুই লেগস্পিনার আবরার আহমেদ ও শাদাব খান এবং অফস্পিনার উসমান তারিকের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৫.৪ ওভারে গুটিয়ে যায় ১০৮ রানে। ক্যামেরন গ্রিন ২০ বলে ১ চার, ২ ছয়ে ৩৫ ও ম্যাথু শর্ট ২৩ বলে ৩ চারে ২৭ রান করেন। শাদাব ও আবরার ৩টি করে এবং উসমান তারিক ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান- ১৯৮/৫; ২০ ওভার (সালমান ৭৬, উসমান ৫৩, শাদাব ২৮*; জাম্পা ১/২৭, কনোলি ১/৩০)।

অস্ট্রেলিয়া- ১০৮/১০; ১৫.৪ ওভার (গ্রিন ৩৫, শর্ট ২৭; আবরার ৩/১৪, শাদাব ৩/২৬, তারিক ২/১৬)।

ফল : পাকিস্তান ৯০ রানে জয়ী।

ম্যাচসেরা : সালমান আগা

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে।

Exit mobile version