পিএসজিকে বিদায় করে দিল প্যারিস এফসি

ফ্রেঞ্চ কাপ

পিএসজিকে বিদায় করে দিল প্যারিস এফসি

ছবি: সংগৃহীত

পঞ্চদশ স্থানে থেকেও কাপে চমক

পিএসজিকে বিদায় করে দিল প্যারিস এফসি , ঘরোয়া লিগে অবস্থা খুব একটা স্বস্তির নয় প্যারিস এফসি’র। পঞ্চদশ স্থানে তারা। তবে সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে চমক দেখিয়েছে দলটি। রাউন্ড অব বত্রিশ থেকে বিদায় করে দিয়েছে ফ্রেঞ্চ লিগের দাপুটে দল প্যারিস সেন্ত জার্মেইকে। অ্যাওয়েতে অনুষ্ঠিত পুচকে প্যারিস এফসি ১-০ গোলে জয় পেয়েছে। জোনাথন ইকোনে একমাত্র গোলটি করেন।

দিন কয়েক আগে একবার মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ত জার্মেই ও প্যারিস এফসি। সে ম্যাচেও জোর প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল প্যারিস এফসি। শেষ পর্যন্ত অবশ্য জয়ের দেখা পায়নি দলটি। ২-১ গোলে হার হয়েছিল। সেই হারের বয়স এক সপ্তাহ হতে না হতেই প্রতিশোধ নিলো প্যারিস এফসি।

পিএসজিকে বিদায় করে দিল প্যারিস এফসি । ছবি: সংগৃহীত

দুই দলের এটা ছিল চতুর্থ লড়াই। এ ম্যাচের আগে প্যারিস এফসি কখনো জয় পায়নি। ফলে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে এটা তাদের প্রথম জয়।

স্বাগতিক দল অবশ্য হার এড়াতে, গোল পরিশোধে একের পর এক আক্রমণ চালিয়েছে। কিন্তু কাঙ্খিত সেই গোল আর আসেনি। ৮৭ মিনিটে তারা সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করে। ওয়ারেন জাইরে ইমেরির শট পোস্টে লেগে ফিরে আসে।

Exit mobile version