আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নানাবিধ খবর প্রকাশিত হচ্ছে। আজ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যাবে পাকিস্তান। তবে আরব আমিরাতে সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি পিসিবি ।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারত থেকে নিজেদের ভেন্যু সরানোর আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিষ্কার জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দল।
এ নিয়ে জুম মিটিংয়ে সমাধান না হওয়ায় আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসে সরাসরি বিসিবির সঙ্গে আলোচনাও করে গেছেন। তবে সমাধান হয়নি। এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে, বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত না হলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে যাবে।
বিষয়টি নাকচ করে আরেকটি খবর প্রকাশ করেছে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। সেই প্রতিবেদনে বলা হয়েছে, রেভস্পোর্টজকে পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করার কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নিতে আইসিসির কাছে দাবি জানিয়েছে বিসিবি। যা নিয়ে দুই দফায় এরই মধ্যে আইসিসির সঙ্গে বসেছে তারা।
দুটি সভাতেই ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানে অনড় থাকার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসিও জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার পিসিবির এক সূত্রের বরাত দিয়ে আজ লিখেছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিজেদের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান।
এদিনই পরে পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা নেই পাকিস্তানের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















