মাঠের বাইরে পেদ্রি – ইনজুরির ধাক্কায় বার্সেলোনা , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে হারিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৪-২ গোলের জয় বার্সার। তবে ম্যাচ শেষে জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে এক ইনজুরির সংবাদে। মাঝমাঠের স্প্যানিশ তারকা পেদ্রিকে অন্তত এক মাসের জন্য মাঠে পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।
সর্বশেষ ম্যাচে ৬১তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন পেদ্রি। ক্লাবে ফেরার পর পেদ্রির পরীক্ষা করা হয়। সেখানে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। এক মাসের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না বলে জানিয়েছে ডাক্তার।
এখন পর্যন্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার জার্সিতে ২৪ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পেদ্রি। এ সব ম্যাচে বেশির ভাগই লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। পেদ্রি করেছেন চার গোল।
বার্সেলোনা ঘরোয়া লিগে এখনো পর্যন্ত শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ফলে বর্তমান শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে তাদের।
