বান্ধবী মাদিসনকে বিদায় করে শেষ আটে পেগুলা , কোর্টের বাইরে ঘনিষ্ঠ বান্ধবী তারা। কোর্টে প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুই বান্ধবি জেসিকা পেগুলা ও মাদিসন কিস মুখোমুখি হয়েছিলেন। কঠিন লড়াইয়ের পর পেগুলার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদিসন কিসকে। ৭৮ মিনিটের লড়াইয়ে পেগুলা জয় পেয়েছেন ৬-৩ ও ৬-৪ গেমে।
কোয়ার্টার ফাইনালে পেগুলা খেলবেন স্বদেশি আমান্দা আনিসিমোভার বিপক্ষে। উভয়ে আমেরিকান হওয়ায় এবারের অস্ট্রেলিয়ানের নারী এককে অন্তত একজনের সেমিফাইনাল খেলা নিশ্চিত হলো।
সোমবারের ম্যাচ শেষে পুরুষ ও নারী খেলোয়াড়দের মাঝে শীর্ষ ছয় খেলোয়াড়ের সবাই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে। গ্র্যান্ড স্ল্যামের উম্মুক্ত যুগে এমন ঘটনা এই প্রথম ঘটলো।
ষষ্ঠ বাছাই পেগুলা ও চতুর্থ বাছাই আনিসিমোভার পাশাপাশি পঞ্চম বাছাই ইলিনা রাইবাকিনা, দ্বিতীয় বাছাই ইগা সোয়াইটেক, তৃতীয় বাছাই কোকো গাউফ, শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, দ্বাদশ বাছাই ইলিনা সিতোলিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছান। এরই মধ্যে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা শেষ চারে জায়গা করে নিয়েছেন। তিনি কোয়ার্টার ফাইনালে ২৯তম বাছাই খেলোয়াড় ইভা জোভিচকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছেন। জোভিচকে তিনি ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















