নগর প্রতিদ্বন্দ্বী তারা। তবে ফ্রেঞ্চ লিগে দুই দলের মাঝে পার্থক্য বিস্তর। মাঠে খুব একটা দেখা সাক্ষাতও হয় না তাদের। রবিবার রাতে মাত্র তৃতীয়বার দেখা প্যারিস সেন্ত জার্মেই ও প্যারিস এফসির। আর ১৯৭৮ সালের পর প্রথমবার। শেষবার দেখায় ম্যাচটা ড্র হয়েছিল। তবে রবিবার নিজেদের মাঠের খেলায় ঠিকই জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। ২-১ গোলের জয়। ফলে ৪৮ বছর পর প্যারিস ডার্বিতে পিএসজি’র জয় ।
প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে গোল করেছেন দেজায়ের দোয়ি ও ওসমানে দেম্বেলে। প্যারিস এফসির হয়ে ব্যবধান কমান উইলেম জিউবেলস। ম্যাচের তিন গোল হয়েছে মাত্র ৬ মিনিটের ব্যবধানে। দোয়ি ৪৫ মিনিটে গোল করার পর ৫১ মিনিটে উইলেম তা ফিরিয়ে দেন। দুই মিনিট পর দেম্বেলে জয়সূচক গোলটি করেন।
এ জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে প্যারিস সেন্ত জার্মেই দ্বিতীয় স্থানে রয়েছে। প্যারিস এফসি’র পয়েন্ট ১৬। ফ্রেঞ্চ লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে নেতৃত্বে লেন্স। ৪০ পয়েন্ট তাদের।
এদিকে প্যারিস সেন্ত জার্মেই ও প্যারিস এফসি আগামী ১২ জানুয়ারি আবার মুখোমুখি হচ্ছে। ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ থার্টি টুয়ে মুখোমুখি হবে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















