পিএসএলে মোস্তাফিজের নতুন সম্ভাবনা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদে দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। পাকিস্তান সুপার লিগে মোস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল কর্তৃপক্ষ । আজ পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়ে পোস্ট করা হয়েছে।

এবার আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে রাজনৈতিক চাপে তাকে বাদ দিয়েছে তারা। সুযোগটা লুফে নিচ্ছে পিএসএল। এবার মোস্তাফিজকে নিতে যাচ্ছে তারা।
আইপিএল আর পিএসএল একই দিনে মাঠে গড়ানোর কথা রয়েছে। আইপিএলের পুরো আসর খেলার জন্য এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) পেয়েছিলেন মোস্তাফিজ। তাই একই সময়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার সুযোগ ছিল না তার।
তবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে এখন তার অন্য কোনো আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে। সেজন্যই এখন পিএসএল তাকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের (পিএসএল) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে।
পিএসএলের পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ। অবশ্য এরকম পোস্টের পর জানা যায়নি পিএসএলে কোন দলের হয়ে খেলবেন এ বাঁহাতি।
২০১৭-১৮ মৌসুমে একবারই পিএসএল খেলেছেন মোস্তাফিজুর রহমান। সেবার লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৬.৪৩ হারে রান খরচা করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















