১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থানে থেকেই শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স। আজ তারা ৩ উইকেটে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে। এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর অবস্থান নিশ্চিত করেছে রাজশাহী। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে চট্টগ্রাম।
মিরপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম রয়্যালস ১৯.৫ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায়। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১ মেডেনে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন জাহানদাদ খান ও রায়ান বার্ল।
শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়া চট্টগ্রামের হয়ে আসিফ আলি ২৪ বলে ৪ ছক্কায় সর্বোচ্চ ৩৯ এবং মাহমুদুল হাসান জয় ১৩ বলে ১ চার, ২ ছয়ে ১৯ রান করেন।
জবাব দিতে নেমে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের তোপের মুখে পড়ে রাজশাহীর টপঅর্ডাররা। তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান এবং পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্তকে শিকার করেন তিনি।
এক সময় ৭ ওভারে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও আকবর আলি ৬৬ বলে ৮৪ রানের জুটি গড়ে রাজশাহীকে জয়ের কাছে নিয়ে যান। তবে আকবর ৪০ বলে ১ চার, ৪ ছক্কায় ৪৮ রানে বিদায় নিলে নাটকীয় মোড় নেয় ম্যাচটি।
রায়ান বার্ল ০ ও তানজিম হাসান সাকিব ২ রানে সাজঘরে ফেরেন। শেষ ওভারে ৬ রানের প্রয়োজন পড়ে, ৩ বলেই তা তুলে নেয় রাজশাহী। ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১২৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় তারা।
মুশফিক ৪২ বলে ৩ চার, ১ ছয়ে ৪৬ রানে অপরাজিত থাকেন। শরিফুল ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩টি ও শেখ মেহেদি হাসান ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস- ১২৫/১০; ১৯.৫ ওভার (আসিফ ৩৯, মাহমুদুল ১৯, নওয়াজ ১৮; তানজিম ৪/১৭, বার্ল ২/১৫, জাহানদাদ ২/২৯)।
রাজশাহী ওয়ারিয়র্স- ১২৬/৭; ১৯.৩ ওভার (মুশফিক ৪৬*, আকবর ৪৮; শরিফুল ৩/১৩, শেখ মেহেদি ২/৪০)।
ফল : রাজশাহী ওয়ারিয়র্স ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আকবর আলি
