সুপার ওভারে রংপুরকে হারিয়ে শীর্ষেই থাকল রাজশাহী

সুপার ওভারে রংপুরকে হারিয়ে শীর্ষেই থাকল রাজশাহী

সুপার ওভারে রংপুরকে হারিয়ে শীর্ষেই থাকল রাজশাহী, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে সুপার ওভারে হারিয়ে শীর্ষস্থান অটুট রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ রাতের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ টাই হলে তার নিষ্পত্তি হয় সুপার ওভারে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তোলে শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। ১২.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় তারা। কিন্তু পরবর্তী ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি রাজশাহী।

সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৮ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করেন। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৫ চার, ১ ছয়ে ৪১ রান করেন। ফাহিম আশরাফ ৪৩ রানে ৩টি ও আলিস আল ইসলাম ১৬ রানে ২টি উইকেট নেন।

জবাবে ২২ রানে লিটন কুমার দাসের (১১ বলে ১৬) উইকেট হারায় রংপুর রাইডার্স। কিন্তু দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তাওহিদ হৃদয় ১০০ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান।

তাওহিদ ৩৯ বলে ৭ চারে ৫৩ রানে বিদায় নিতেই পরিস্থিতি পালটে যায়। ২৯ বলে জয়ের জন্য ৩৮ রান প্রয়োজন পড়লে রংপুর সেটি করতে পারেনি। শেষ ওভারে মাত্র ৭ রান দরকার ছিল।

রিপনের বোলিংয়ে নাটকীয় জয় পায় রাজশাহী, ছবি: সংগৃহীত

একপ্রান্তে মালান অর্ধশতক হাঁকিয়ে ৫০ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে বাকিদের চরম ব্যর্থতা দেখেছেন। পেসার রিপন মণ্ডলের পেসে রংপুর ৩ উইকেট হারিয়ে ৬ রান করতে পেরেছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে তারা। ফলে ম্যাচটি টাই হয়।

এসএম মেহেরব ৪ ওভারে ১৭ রানে ও রিপন ৪ ওভারে ৪৩ রানে দুটি করে উইকেট নেন। রিপন সুপার ওভারেও ক্যারিশমা দেখিয়েছেন। ৩ বলে ১ রান করা কাইল মায়ার্সকে বোল্ড করেছেন এবং খুশদিল শাহ (১) রানআউট হয়েছেন। মাত্র ৬ রান করে রংপুর।

এরপর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে ৩ বল থেকেই তানজিদ হাসান তামিম দুই বাউন্ডারি ও একটি ডাবলস নিয়ে রাজশাহীকে জিতিয়েছেন। চতুর্থ ম্যাচে এটি তৃতীয় জয় রাজশাহীর, ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। রংপুর দ্বিতীয় ম্যাচে হারল প্রথমবার।

Exit mobile version