শান্ত মুশফিকের ব্যাটে সিলেটকে ৮ উইকেটে হারালো রাজশাহী

বিপিএল ২০২৬

শান্তর সেঞ্চুরি ও মুশফিকের হাফ সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে জয় পেলো রাজশাহী

শান্তর সেঞ্চুরি ও মুশফিকের হাফ সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে জয় পেলো রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

দুর্ভাগ্য স্বাগতিক সিলেট টাইটান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে তাদের করা ১৯০ রান দুই বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে গেলো রাজশাহী ওয়ারিয়র্স। দলীয় ১৯ রানে ১ম ও ৬২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও অভিজ্ঞ মুশফিকুর রহীমের হাফ সেঞ্চুরিতে জয় দিয়ে এবারের আসর শুরু করলো রাজশাহী।

স্বাগতিক সিলেটের দেয়া ১৯১ রানের টার্গেটে রাজশাহীর শুরুটা হয়েছিলো সাদামাটা। এর মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ১০ ও শাহিদজাদা ফারহান ২০ রান করে আউট হন।

তানজিদ তামিমের আউটের পর ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত ও ফারহান আউট হওয়ার পর টু ডাউনে খেলতে নামেন মুশফিকুর রহিম। এর পর প্রতিপক্ষকে আর কোন সুযোগ না দিয়ে অবিচ্ছিন্ন থেকে তারা দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

শান্তর ১০১ রান এসেছে ৬০ বল থেকে। যেখানে ছিলো ১০ রাউন্ডারি ও পাঁচটি ছক্কা। অন্যদিকে মুশফিকুর রহীমে ৩১ বলে ৫১ রান তুলতে মেরেছেন চার বাউন্ডারি ও দুই ছক্কা।

Exit mobile version