বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী রংপুরকে উড়িয়ে দিল রাজশাহী । শান্ত-ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রোববার সিলেটে রংপুরের দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসের শান্তর দল। এ জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী। সমান খেলায় রংপুরের পয়েন্ট ৮।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে ৩ রান করে আকিব জাবেদের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তানজিদ হাসান। সতীর্থকে হারিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শক্ত জুটি গড়েন ওপেনার মোহাম্মদ ওয়াসিম।
দুর্দান্ত ব্যাটিং করে দুজনেই ফিফটি পূর্ণ করে এগিয়ে যান। অবশেষে দলীয় ১৫৫ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। শান্ত ৪২ বলে ছয় বাউন্ডারি ও চার ছক্কায় ৭৬ রান করে বিদায় নেন। এরপর ব্রায়ন বার্ল ৭ ও ওয়াসিম ৫৯ বলে সাত বাউন্ডারি ও চার ছক্কায় ৮৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
রংপুরের লড়াকু সংগ্রহ – ব্যাটে ব্যর্থ লিটন
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে ওপেনার কাইল ম্যায়ার্সকে হারায় সোহানের দল। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৮ রান করে রিপন মন্ডলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ রান করে বিদায় নেন লিটন দাস। বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
তৃতীয় ব্যাটার হিসেবে দলীয় ৭২ রানে বিদায় নেন ইফতিখার আহমেদ ৮ রানে। এসময় ব্যাট হাতে ভয়ঙ্কর ছিলেন তাওহীদ হৃদয়। ৩৯ বলে ফিফটি পূর্ণ করে শেষ দিকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তিনি। এসময় তাকে সঙ্গ দেন খুশদিল শাহ। এজুটিতে দেড়শ ছাড়িয়ে যায় রংপুরের দলীয় স্কোর। খুশদিল শাহ ২৯ বলে ব্যক্তিগত ৪৪ রানে বিদায় নেন দলীয় ১৭৭ রানে।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ১ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু ওপেনার হৃদয় ব্যাটিংয়ে ঝড় তুলে ৫৬ বলে আট বাউন্ডারি ও ছয় ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















