কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী- এলিমিনেটর খেলবে সিলেট

কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী- এলিমিনেটর খেলবে সিলেট

কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী- এলিমিনেটর খেলবে সিলেট, ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় স্থানে থেকে প্রাথমিক রাউন্ড শেষ করেছে সিলেট টাইটান্স। ফলে এলিমিনেটর ম্যাচ খেলবে সিলেট। আজ মিরপুরে তাদের ৫ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। কারণ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকা সুনিশ্চিত তাদের।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। মাত্র ২৭ রানে ২ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৩২ বলে ৫৬ রানের জুটি গড়েন। এতে বড় সংগ্রহের সুযোগ তৈরি হয়।

কিন্তু পরবর্তী ১১.১ ওভারে মাত্র ৬৪ রান করতেই ৬ উইকেট হারায় রাজশাহী। শান্ত ২১ বলে ৫ চার, ১ ছয়ে ৩৪ ও মুশফিক ৩০ বলে ৪ চার, ১ ছয়ে ৪০ রান করেন। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।

সিলেটের বোলাররাও ছিলেন দুর্দান্ত, ছবি : সংগৃহীত

জবাবে ১৫ রানেই ২ উইকেট হারায় সিলেট। তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ও মুমিনুল হক। পারভেজ ৩০ বলে ২ চার, ৪ ছক্কায় ৪১ রানে সাজঘরে ফেরেন।

পরে আফিফ হোসেন ও মুমিনুল ৩২ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে গেছেন। তবে আফিফ ১৫ বলে ২ চারে ১৬ রানে আউট হওয়ার পর ধস নামে। মুমিনুল ৩৬ বলে ২ চারে করেন ৩১!

মঈন আলি একক চেষ্টা চালিয়ে ১৯তম ওভারে ১২ বলে ১ চার, ৩ ছক্কায় ২৭ রানে বিদায় নেন। পরে ৯ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান আসেনি। সিলেট ২০ ওভারে ৯ উইকেটে করে ১৪২ রান। রিপন মণ্ডল ৪ ওভারে ৩৪ রানে ৪টি ও বিনুরা ফার্নান্দো ৪ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন।

প্রাথমিক পর্ব সমাপ্ত হয়েছে সিলেটের, ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা শেষ চারে এলিমিনেটর ম্যাচ খেলবে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স- ১৪৭/৮; ২০ ওভার (মুশফিক ৪০, শান্ত ৩৪, গাফফার ১৬*; নাসুম ২/৩০, শহিদুল ২/৩৭)।

সিলেট টাইটান্স- ১৪২/৯; ২০ ওভার (পারভেজ ৪১, মুমিনুল ৩১, মঈন ২৭; রিপন ৪/৩৪, বিনুরা ২/২০)।

ফল : রাজশাহী ওয়ারিয়র্স ৫ রানে জয়ী।

ম্যাচসেরা : রিপন মণ্ডল।

Exit mobile version