১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে আজ ফাইনালে তারা ৬৩ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতেই তারা ৮৩ রান পায়। ধীরস্থির সাহিবজাদা ফারহান ১১তম ওভারে ৩০ বলে ২ চার, ১ ছয়ে ৩০ রানে বিদায় নিলে জুটি ভাঙে। তবে তানজিদ সেঞ্চুরি করে ১৯তম ওভারে বিদায় নেন।

তানজিদ-কেন উইলিয়ামসন ২য় উইকেটে ৪৭ রান যোগ করেন। রাজশাহী ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৭৪। তানজিদ ৬২ বলে ৬ চার, ৭ ছয়ে ১০০ রান করেন। উইলিয়ামসন করেন ১৫ বলে ২ চার, ১ ছয়ে ২৪। ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। বিনুরা ফার্নান্দোর বিধ্বংসী বোলিংয়ে অসহায় হয়ে পড়ে তাদের ব্যাটাররা। শুধু ওপেনার মির্জা বেগ ৩৬ বলে ২ চার, ১ ছয়ে ৩৯ ও সাতে নেমে আসিফ আলি ১৬ বলে ১ চার, ২ ছয়ে ২১ রান করতে পেরেছেন।

চট্টগ্রাম ১৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১১১ রানে। বিনুরা ৪ ওভারে ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রানে ৩টি ও জেমস নিশাম ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স- ১৭৪/৪; ২০ ওভার (তানজিদ ১০০, সাহিবজাদা ৩০, উইলিয়ামসন ২৪; মুকিদুল ২/২০, শরিফুল ২/৩৩)।
চট্টগ্রাম রয়্যালস- ১১১/১০; ১৭.৫ ওভার (মির্জা ৩৯, আসিফ ২১; বিনুরা ৪/৯, মুরাদ ৩/১৫, নিশাম ২/২৪)।
ফল : রাজশাহী ওয়ারিয়র্স ৬৩ রানে জয়ী।
ম্যাচসেরা : তানজিদ হাসান তামিম।
সেরা খেলোয়াড় : শরিফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















