সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

বিপিএল ফাইনালে রাজশাহী।

১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স। আজ মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়েছে তারা। আগেই ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে তারা ৬ উইকেটে হারিয়ে দেয় রাজশাহীকে।  

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে রাজশাহী। কিন্তু নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্রুত কিছু উইকেট হারায় তারা। লড়াইয়ে ফেরে সিলেট টাইটান্স।

সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী ।

উইলিয়ামসন-নিশামের জুটিতে রাজশাহীর লড়াই

এরপর কেন উইলিয়ামসন ও জেমস নিশাম ৫০ বলে ৭৭ রানের জুটি গড়লে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। উইলিয়ামসন ৩৮ বলে ১ চার, ২ ছয়ে ৪৫ রানে অপরাজিত থাকলেও নিশাম ২৬ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৪ রানে আউট হন। রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৬৫ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ১৫ বলে ১ চার, ৪ ছক্কায় ৩২ ও সাহিবজাদা ফারহান ২১ বলে ৪ চার, ১ ছয়ে ২৬ রান করেন। সালমান ইরশাদ ২৩ রানে ৩টি এবং নাসুম ও মিরাজ ২টি করে উইকেট নেন।

জবাবে ৭ রানেই ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় সিলেট। জাকির হাসান ও আরিফুল ইসলাম শূন্য রানে আউট হন। তবে তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস ৪৭ বলে ৬৯ রানের জুটি গড়েন।

পারভেজ ৩৪ বলে ৫ চার, ২ ছয়ে ৪৮ করে রানআউট হন। মঈন আলিকে (৭) বোল্ড করেন মো. রুবেল ও বিলিংসকে সাজঘরে ফেরান গাফফার সাকলাইন। বিলিংস ২৮ বলে ৩ চার, ১ ছয়ে ৩৭ রান করেন।

বিনুরা ছিলেন দুর্বার, ছবি : সংগৃহীত

আফিফ হোসেন ১২ বলে ২ চার, ১ ছয়ে ২১ রান করলেও বাকিরা হয়েছেন ব্যর্থ। শেষ পর্যন্ত সিলেট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানে থামে। বিনুরা ফার্নান্দো ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স- ১৬৫/৯; ২০ ওভার (উইলিয়ামসন ৪৫*, নিশাম ৪৪, তানজিদ ৩২, সাহিবজাদা ২৬; সালমান ৩/২৩, নাসুম ২/২০, মিরাজ ২/২৩)।

সিলেট টাইটান্স- ১৫৩/৮; ২০ ওভার (পারভেজ ৪৮, বিলিংস ৩৭, আফিফ ২১; বিনুরা ৪/১৯)

ফল : রাজশাহী ওয়ারিয়র্স ১২ রানে জয়ী।

ম্যাচসেরা : বিনুরা ফার্নান্দো

Exit mobile version