নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল রাজশাহী

বিপিএল ২০২৬

নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল রাজশাহী

নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরল রাজশাহী, ছবি: রাজশাহী ওয়ারিয়র্স

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর দ্বিতীয় ম্যাচে হারে রাজশাহী ওয়ারিয়র্স। আজ নোয়খালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলে এটি নোয়াখালীর হ্যাটট্রিক পরাজয়।

টানা দুই পরাজয়ের পর অধিনায়ক সৈকত আলিকে বসিয়ে পাকিস্তানের হায়দার আলির নেতৃত্বে আজ রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয় নোয়াখালী। কিন্তু অধিনায়ক হায়দারের ২৮ বলে ৪ চারে করা সর্বোচ্চ ৩৩ রান ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

রাজশাহীর দুই পেসার রিপন মণ্ডল ও তানজিম হাসান সাকিবের তোপে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৪ রান করতে পারে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নোয়াখালী। মা’জ সাদাকাত ১৯ বলে ২ চার, ১ ছয়ে ২৫, মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ বলে ১ ছক্কায় ২২ রান করেন।

রিপন মণ্ডল ১৩ রানে ৪ উইকেট নেন, ছবি: বিসিবি

রিপন মণ্ডল ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ১৩ রান দিয়ে ৪টি ও তানজিম ৩১ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে রাজশাহী ১৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয়। ১৭.৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে তারা। সাহিবজাদা ফারহান ২ রানে সাজঘরে ফেরার পর, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মাত্র ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন।

তানজিদ ও শান্ত ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন, ছবি: রাজশাহী ওয়ারিয়র্স

তানজিদ ২০ বলে ৪ চার, ১ ছয়ে ২৯ ও শান্ত ২০ বলে ২ চার, ১ ছয়ে ২৪ রানে বিদায় নিলেও রাজশাহীর সমস্যা হয়নি। যদিও ৭৩ রানেই ৪ উইকেট হারায় তারা। কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩০ বলে ১ ছক্কায় ২৮ ও ইয়াসির আলি রাব্বি ২৬ বলে ১ চার, ১ ছয়ে ২৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

তারা ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। এ নিয়ে ৩ ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে শীর্ষে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। আর নোয়াখালী এক্সপ্রেস হারল টানা ৩ ম্যাচ, তারা পয়েন্ট টেবিলে সবার নিচে।

Exit mobile version