আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাতের ম্যাচে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৬০ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তোলে তারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১২তম বলেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৬৩ বলে ৯৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন।
শান্ত ৩০ বলে ৫ চার, ১ ছয়ে ৪১ করে রানআউট হলে জুটি ভেঙে যায়। তবে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু কিছুক্ষণ পর হাফ সেঞ্চুরি পাওয়া ফারহানও ৪৬ বলে ৮ চার, ২ ছক্কায় ৬৫ রান করে আলিস আল ইসলামের অফস্পিনে সাজঘরে ফেরেন। এরপর রাজশাহীর ব্যাটিং লাইনআপে ধস নামে।
মুশফিকুর রহিম ৯, মোহাম্মদ নওয়াজ ১০, ইয়াসির আলি রাব্বি ৬ ও এসএম মেহেরব ০ রানে আউট হয়ে যান। মাঝের মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে প্রত্যাশিত স্কোর পায়নি রাজশাহী।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করতে পেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাহিম আশরাফ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি ও আলিস আল ইসলাম ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













