বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ মিরপুরে আসরের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে দুই দল। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম পাওয়ার প্লে’র ৬ ওভারে স্কোরবোর্ডে তোলেন ৪০ রান। ১১তম ওভারের দ্বিতীয় বলে ৮৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
সাহিবজাদা কিছুটা দেখেশুনে ধীরস্থির ব্যাটিং করেছেন। তিনি ৩০ বলে ২ চার, ১ ছয়ে ৩০ রান করে বিদায় নেন। তবে তানজিদ ছিলেন আক্রমণাত্মক। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং চালিয়ে গেছেন তিনি।
কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। তবে রানের গতি কিছুটা ধীর হয়ে যায়। উইলিয়ামসন ১৫ বলে ২ চার, ১ ছয়ে ২৪ রান করে বিদায় নেন।
তানজিদ ২৯ বলে ফিফটি হাঁকিয়ে এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। ১৯তম ওভারের তৃতীয় বলে মুকিদুল ইসলাম মুগ্ধর পেস থেকে ১ রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি ৬১ বলে।
এটি তানজিদের টি-২০ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। বিপিএলের টানা তিন আসরেই সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ওপেনার।
এবার বিপিএল আসরে এ নিয়ে তিনটি সেঞ্চুরি দেখা গেল। প্রথম সেঞ্চুরিটি করেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরেরটি করেন নোয়াখালী এক্সপ্রেসের আফগান তরুণ হাসান ঈসাখিল।
সেঞ্চুরি উদযাপনের পরবর্তী বলেই তানজিদ সাজঘরে ফেরেন। ৬২ বলে ৬ চার, ৭ ছক্কায় ১০০ রান করেন তিনি। শেষ পর্যন্ত রাজশাহী ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল।
