১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী হেরেছে চট্টগ্রাম রয়্যালসের কাছে। আজ দ্বিতীয় সুযোগ তাদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রাজশাহী-সিলেট।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি পায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান ২১ বলে ৪ চার, ১ ছয়ে ২৬ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে আরও ২১ রান যোগ করে তানজিদ হাসান তামিমও ফিরে যান। তিনি মাত্র ১৫ বলে ১ চার, ৪ ছক্কায় ৩২ রান করেন।
পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ভালো শুরু পায় রাজশাহী। তবে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের স্পিনে দ্রুত কিছু উইকেট তুলে নেয় সিলেট টাইটান্স। মাঝের সময়ে মাত্র ১ রানের মধ্যে ৩ উইকেট হারায় রাজশাহী।
নাজমুল হোসেন শান্ত ৭, মুশফিকুর রহিম ০, এসএম মেহেরব ০ রানে সাজঘরে ফেরেন। অবশ্য ওয়ানডাউনে নেমে কেন উইলিয়ামসন দারুণ ব্যাট করেছেন। তিনি ৬ষ্ঠ উইকেটে জেমস নিশামের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাত্র ৫০ বল থেকে।
এতেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রাজশাহী। নিশাম ২৬ বলে ৪ চার, ২ ছয়ে ৪৪ রানে বিদায় নেন ১৯তম ওভারে। শেষ ওভারে আরও তিনটি উইকেট হারায় রাজশাহী। ২০ ওভারে তারা ৯ উইকেটে তোলে ১৬৫ রান।
উইলিয়ামসন ৩৮ বলে ১ চার, ২ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন। সালমান ইরশাদ ৪ ওভারে ২৩ রানে ৩টি এবং নাসুম ৪ ওভারে ২০ রানে ও মিরাজ ৪ ওভারে ২৩ রানে ২টি করে উইকেট নেন।
