টানা ষষ্ঠ ম্যাচে হারের স্বাদ পেল নোয়াখালী
চলতি বিপিএলে টানা ষষ্ঠ ম্যাচে হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। বৃহস্পতিবার সিলেটে রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তারা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে নোয়াখালীর ষষ্ঠ হারের দিনে রংপুরের পাশে রাজশাহী । নোয়াখালীর দেওয়া ১৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ ওয়াশিম। এছাড়া তানজিদ হাসান ২১,মুশফিক ১৯ রান করে বিদায় নেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। টানা পাঁচ ম্যাচে হারের পর এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নোয়াখালী। ওপেনিং জুটিতে ৭.৫ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলে শাহাদাত হোসেন ও সৌম্য সরকার। শাহদাত ৩০ রানে বিদায়ে নেওয়ার পর ফিফটি পূর্ণ করেন সৌম্য।
দলীয় ১২৩ রানে বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রান। ৪৩ বলের ইনিংসে ছয় চার ও তিনটি ছক্কা রয়েছে। এরপর নবিকে সঙ্গে নিয়ে নোয়াখালীকে এগিয়ে নেন নবি। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষে ব্যাটিংয়ে ঝড় তুলে ৫ বলে ১০ রান করে বিদায় নেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে জাকের আলী ১ রান করে অপাজিত থাকেন। বল হাতে রাজশাহীর পক্ষে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
- নোয়াখালী ২০ ওভারে ১৫১/৫
- রাজশাহী ১৯ ওভারে ১৫২/৬
- রাজশাহী ৪ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















