নাসরিন একাডেমির জালে রাজশাহী স্টারসের গোলবন্যা

নাসরিন একাডেমির জালে রাজশাহী স্টারসের গোলবন্যা

নাসরিন একাডেমির জালে রাজশাহী স্টারসের গোলবন্যা, ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগে গতবার চ্যাম্পিয়ন হিওয়া নাসরিন স্পোর্টস একাডেমি প্রথম ম্যাচে ৮ গোল হজম করে। এবার তাদের জালে ১২ গোল দিয়েছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব। নেপালি তারকা দীপা শাহী একাই ৪ গোল করেন। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই গোলবন্যা দেখা গেছে।

নারী এশিয়ান কাপ শুরুর মাস দুয়েক আগে বাংলাদেশে নারী ফুটবল লিগ চালু হয়েছে ফুটবলারদের ভালো প্রস্তুতির স্বার্থে। কিন্তু সেখানে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন নাসরিন দুই ম্যাচেই ২০ গোল হজম করেছে। প্রথম ম্যাচে তারা বিকেএসপির কাছে ৮-০ গোলে হেরে যায়।

আজ ঋতুপর্ণা চাকমাদের নিয়ে গড়া রাজশাহী স্টারস ফুটবল ক্লাব ১২-০ গোলে হারিয়েছে নাসরিনকে। রাজশাহী স্টারস নারী ফুটবলে নতুন ক্লাব। শুরুতেই তারা বড় বাজেটের দল গড়েছে। বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে ভিড়িয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার তারা।

আজ লিগের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে দলটি। প্রথম মিনিটেই শাহেদা আক্তার রিপা গোল করেন। চলতে থাকে রাজশাহীর গোল উৎসব। নেপালি ফুটবলার দীপা শাহী চারটি, সুরভী আকন্দ প্রীতি,শাহেদা আক্তার, রিপা জোড়া গোল করেন। একটি করে গোল করেন স্বপ্না রাণী, আলপি আক্তার, তৃষ্ণা রাণী ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।

আগের ম্যাচে নাসরিনকে বিধ্বস্ত করা বিকেএসপি নারী দল আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস ক্লাবের কাছে ৫-০ গোলে হেরেছে।

Exit mobile version