বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর

বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর

সিলেট বনাম রংপুরের লড়াই আজ।

টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

বিপিএলের এলিমিনেটরের সিলেট টাইটান্সের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা ম্যাচটি শুরু দুপুর ১টায়। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চার-ছক্কার টানটান উত্তেজনার মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষে এবার অপেক্ষা প্লে-অফ পর্বের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলকে নিয়ে আগামীকাল বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

দিনের প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে সিলেট। বাঁচা মরার লড়াইয়ের আগে হঠাৎ শক্তি বৃদ্ধি করেছে সিলেট। প্লে-অফের আগে ইংল্যান্ডের ব্যাটার স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে মিরাজরা।

বাঁচা মরার লড়াইয়ের টস হেরে ব্যাটিংয়ে রংপুর ।

বিলিংসের উপস্থিতিতে বেশ ফুরফুরে মেজাজে আছে সিলেটে। একই সাথে ব্যাট হাতে দারুণ ছন্তে আছেন সিলেটের ওপেনার পারভেজ হোসেন ইমন। ১০ ম্যাচে ১৩১.৭ স্ট্রাইক রেটে ৪১.১২ গড়ে করেছেন ৩২৯ রান। এছাড়া বল হাতে দারুণ ছন্দে আছেন স্পিনার নাসুম আহমেদ। জাতীয় দলের এই স্পিনার ১০ ম্যাচে শিকার করেছেন ১৪ উইকেট। সেই সাথে অলরাউন্ডার মঈন আলী ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন।

এদিকে বিপিএলের সর্বোচ্চ টাকার দল গঠন করেই শুরু থেকে সেভাবে জ্বলে উঠতে পারছে না রংপুর রাইডার্স। তবে শেষ দিকে এসে দারুণ ছন্দে আছে দলটি। ব্যাট হাতে সবশেষ ম্যাচেই সেঞ্চুরি করেছেন ওপেনার তাওহীদ হৃদয়। ১০ ম্যাচে ১৩৯.৪৮ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৩৭৮ রান নিয়ে আছেন সবার ওপরে। সিলেটের দলে চারটি পরিবর্তন এসেছে। এদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস তার দলে দুটি পরিবর্তন করেছেন।

সিলেট একাদশ: মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।

রংপুর একাদশ: লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান ও ফাহিম আশরাফ।

Exit mobile version