ফিরতি ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর রাইডার্স। পাওয়ার প্লে’র ৬ ওভারেই ১ উইকেটে ৭২ রান করেছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টস হেরে আগে ব্যাট করে চট্টগ্রাম ২০ ওভারে ৫ উইকেটে করে ১৬৯ রান। একই ভেন্যুতে গত ২৯ ডিসেম্বর দুই দলের প্রথম সাক্ষাতে রংপুর ৭ উইকেটে হারিয়েছিল চট্টগ্রামকে।
আগে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানেই ওপেনার নাঈম শেখের (১৫ বলে ১৬) উইকেট হারায় চট্টগ্রাম। তবে ফর্মে থাকা আরেক ওপেনার এডাম রসিংটন দুর্দান্ত খেলেছেন এদিনও। তবে মাহমুদুল হাসান জয়ও (৭ বলে ১২) তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি।
তৃতীয় উইকেটে হাসান নওয়াজকে নিয়ে ৬১ বল থেকে ৮২ রানের দারুণ এক জুটি গড়েন রসিংটন। এতেই চ্যালেঞ্জিং একটি সংগ্রহের পথ পেয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। রসিংটন টানা তৃতীয় ফিফটি হাঁকিয়ে ৪১ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৮ রানে আউট হলে জুটি ভাঙে।
১৬তম ওভারের শেষ বলে রসিংটন আউট হওয়ার পরের ওভারেই হাসান নওয়াজও বিদায় নেন। তিনি ৩৮ বলে ২ চার, ৩ ছক্কায় ৪৬ রান করেন। শেষ ৩ ওভারে চট্টগ্রাম আরও ৩৩ রান যোগ করে।
অধিনায়ক শেখ মেহেদি হাসান ৭ বলে ২ চারে ১৩ ও আমের জামাল ১০ বলে ৪ বাউন্ডারিতে ১৯ রানে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মুস্তাফিজুর রহমান।
জবাব দিতে নেমে রংপুর রাইডার্স পাওয়ার প্লে’র ৬ ওভারে তুলেছে ১ উইকেটে ৭২ রান।
