বিপিএলে এলিমিনেটরের বাঁচা মরার লড়াইয়ে সিলেটের বিপক্ষে ১১১ রানে গুটিয়ে গেল রংপুর । মঙ্গলবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান তোলে রংপুরের দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান করে খালিদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তাওহীদ হৃদয়। পরের ওভারে ক্রিস ওকসের বলে ৪ রান করে ইমনের তালুবন্দি ডেভিড মালান।
দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। এর মাঝে বিদায় নেন লিটন ১, কাইল মায়ার্স ৮। দলের বিপদে খুশ দিলশাহকে নিয়ে রংপুরের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ শুরুর পর খুশদিল শাহ ৩০ রানে দলীয় ৬৩ রানে মাথায় নাসুমের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ যখন ৩৩ রান করে বিদায় নেন তখন রংপুরের রান ৬ উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে ৯৪। এরপর নুরুল হাসান সোহান সর্বোচ্চ ১৮ রান করেন। শেষ দিকে আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে সিলেটের পক্ষে মঈন আলী ৪ ওভারে ১৪ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। এছাড়া ক্রিস ওকস ৪ ওভারে ১৫ রানে দুটি। নাসুম আহমেদ ৪ ওভারে ১২ রানে দুটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স ২০ ওভারে ১১১/৯
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















