শিরোপার জন্যই রংপুর দল গঠন করে-সোহান

শিরোপার জন্যই রংপুর দল গঠন করে-সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের শিরোপার জন্যই রংপুর রাইডার্স দল গঠন করে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। তার আগে রোববার দুপুরে এমন কথাই বলের রংপুর রাইডার্সের অধিনায়ক।

বিপিএলে গত কয়েকটি আসর ধরেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করছেন নুরুল হাসান সোহান। আসন্ন আসরেও তার নেতৃত্বেই খেলবে রংপুর। গত কয়েকটি আসরে আশা জাগিয়েও শিরোপা জেতা হয়নি রংপুরের।

এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটির প্রত্যাশা নিয়ে সোহান বলেন, ‘রংপুর সবসময় ভালো দল গঠন করে। ফাইনাল খেলার জন্য চেষ্টা করে। এজন্য মাঠে পারফর্ম করাটা জরুরি। আশা করব ভালো খেলার। বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে।’

তবে বিপিএলের উইকেট নিয়ে বরাবরই অসন্তোষ দেখা যায়। এবারের আসরে উইকেট নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে সোহান বলেন, ‘গত বছর উইকেট একটু ভালো ছিল। বিসিবিও চায় ভালো উইকেট তৈরি করতে। অনেক বেশি খেলা থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে সেটা কঠিন হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় উইকেট ভালোই থাকবে।’

বিপিএলের বাকি দলগুলো নিয়ে সোহানের মূল্যায়ন, ‘সবগুলো দলই ভালো হয়েছে। টুর্নামেন্টও ভালো হবে।’

Exit mobile version