নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু দুপুর ১টায়। নিয়ম রক্ষার এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ রোববার। মিরপুরে শেষ দিনে মাঠে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস।

এ ম্যাচে রংপুরের একাদশে তিন পরিবর্তন এসেছে। একাদশে নেই পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া কাইল মায়ার্স চোটের কারণে একাদশের বাইলে। রাকিবুল হাসানের পরিবর্তে রংপুরের একাদশে ফিরেছেন আলিস আল ইসলাম।

নোয়াখালী একাদশঃ সান আইসাখিল, রহমত আলী, সৌম্য সরকার,জাকার আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হায়দার আলী (ক্যাপ্টেন), সাব্বির হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা ,জাহির খান ও মুসফিক হাসান।

রংপুর একাদশঃ ডেভিড ম্যালান, তৌহিদ হ্রিদয়, লিটন দাস (ক্যাপ্টেন), খুশদিল শাহ, ইফতেখার হোসেন ইফতি ,নুরুল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, নাহিদ রানা, আল ইসলাম ও আকিফ জাভেদ।

Exit mobile version