ক্রিকেটারদের আস্থায় এগিয়ে রংপুর
বিপিএল শুরুর আগেই পারিশ্রমিক পরিশোধ করলেন রংপুর রাইডার্স । সাধারণত বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ধাপে ধাপে দেওয়া হয়, তবে রংপুর এবারই প্রথমবার ৫০% পারিশ্রমিক দিয়ে পেশাদারিত্বের নজির স্থাপন করেছে। শুধু রংপুর নয়, রাজশাহী ওয়ারিয়র্সও ইতিমধ্যে খেলোয়াড়দের ২৫% পারিশ্রমিক পরিশোধ করেছে। এই উদ্যোগ ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি করছে এবং দলগুলোর পেশাদারিত্বের একটি ইতিবাচক দিক তুলে ধরছে।
বিপিএলের এবারের আসরে নিয়ম করা হয়েছে, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে সর্বোচ্চ তিনটি ধাপে। সেক্ষেত্রে চুক্তির সময় বা টুর্নামেন্ট শুরুর আগে ২৫%, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০% এবং টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার এক মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। যদিও অতীতে এসব নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে দেখা গেছে খুব কম ফ্র্যাঞ্চাইজিকেই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ঘিরে অতীতে যত নেতিবাচক খবর ছড়িয়েছে, তার সিংহভাগই পারিশ্রমিক ইস্যুতে। গত আসরেও দুর্বার রাজশাহী দলের খেলোয়াড়রা পাননি পারিশ্রমিক, একপর্যায়ে বিদেশি মাঠে নামা থেকে বিরত থাকেন। সে সময় শুধু দেশি খেলোয়াড়দের দিয়েই ম্যাচ চালায় ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি দেশি ক্রিকেটাররাও নাকি বয়কটের কথা ভাবছিলেন।
৬ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরে প্রতিটি দলই নেওয়া হয়েছে বেশ যাচাই-বাছাই করে। বিপিএলের মান রক্ষায় বিসিবির যে আপ্রাণ চেষ্টা, তা যেন আরও সহজ ও সুগম করে দিচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালসের মতো দলগুলোর দারুণ প্রশংসনীয় পেশাদারিত্ব। এবার দেখা পালা, টুর্নামেন্ট শুরুর আগে প্রশংসা কুড়ানো এই দুই দল কেমন করে মাঠের খেলায়।
