বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের দিন সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে যাওয়া রংপুর রাইডার্স জয়ের ধারায় ফিরেছে। আজ রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। মাত্র ৬৩ রানে ৪ উইকেট হারানোর পর আফিফ হোসেন ধ্রুব ও ইথান ব্রুকসের ৬৬ রানের জুটিতে সেই রান করতে পারে তারা।

আফিফ ৩১ বলে ৪ চার, ১ ছয়ে ৪৬ এবং ব্রুকস ৩০ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রান করেন। ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমান।
জবাব দিতে নেমে রংপুর রাইডার্স দলীয় ২১ রানে ডেভিড মালানের (২১ বলে ১৯) উইকেট হারায়। তাওহিদ হৃদয়ও সাজঘরে ফেরেন ১১ বলে ৬ রান করে। তবে লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাট করছিলেন, তাই ২ উইকেট হারালেও রংপুরের স্কোরবোর্ডে ওঠে ৪৪ রান। তবে রানের গতি ছিল কম।
তৃতীয় উইকেটে লিটন দাস ও কাইল মায়ার্স ৩৪ রানের জুটি গড়ে রংপুরকে জয়ের পথে নিয়ে গেছেন। তবে কম সময়ের ব্যবধানে দু’জনই সাজঘরে ফেরেন। লিটন ২৫ বলে ৪ চার, ১ ছয়ে ৩৫ ও মায়ার্স ২৯ বলে ৩ চার, ১ ছয়ে ৩১ রান করেন।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ ঝড় তোলেন। তারা অবিচ্ছিন্ন থেকে মাত্র ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে জিতিয়েছেন। ১৮.৫ ওভারে রংপুর ৪ উইকেটে ১৪৫ রান তুলে জয় তুলে নেয়।

মাহমুদউল্লাহ ১৬ বলে ৫ চার, ১ ছয়ে ৩৪ ও খুশদিল ১১ বলে ২ চার, ১ ছয়ে ১৯ রানে অপরাজিত থাকেন। খালেদ আহমেদ, সাইম আইয়ুব ও নাসুম আহমেদ ১টি করে উইকেট নেন।
এটি তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় রংপুর রাইডার্সের। ৪ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান তিনে। আর চতুর্থ ম্যাচে সিলেট দ্বিতীয় পরাজয় দেখল। সমান ৪ পয়েন্টে তারা নেট রানরেটে পিছিয়ে থাকায় আছে চারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











