বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ঢাকাকে ১৮২ রানের টার্গেট দিল রংপুর রাইডার্স। শনিবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ করে রংপুর রাইডার্স। তাওহীদ হৃদয় ও ডেভিড মালান ওপেনিং জুটিতে ১৪.১ ওভারে ১২৬ রান তোলে। তবে সেঞ্চুরির আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরন মালান।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে আট বাউন্ডারি ও চার ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন মালান। এরপর ওপেনার হৃদয়ের সাথে জুটি গড়েন কাইল মায়ার্স। এরপর অবশ্য ফিফটির পর ফিরে যান হৃদয়। দলীয় ১৫৯ রানের মাথায় ৪৬ বলে ৫ বাউন্ডারি ও চার ছক্কায় ৬২ রান করে বিদায় নেন মারুফ মৃধার বলে।
এছাড়া রংপুরের পক্ষে কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করে বিদায় নেন। আর শেষ ওভারে বল হাতে দুই উইকেট তুলেন। লিটন ব্যাটিংয়ে নেমে শূন্য রানে বিদায় নেন। শেষ পর্যন্ত খুশ দিলশাহ ৬ ও নুরুল হাসান ১ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ঢাকার পক্ষে সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন দুটি উইকেট। এছাড়া তাসকিন ও মারুফ মৃধা একটি করে উইকেট নেন।
