বিপিএলে দাপট দেখাচ্ছে রংপুর রাইডার্স
এবারের বিপিএলে সেরা ছন্দেই আছে রংপুর রাইডার্স। শিরোপার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে দলটি, শিরোপা ছাড়া কিছুই ভাবছে না রংপুর । অবশ্য বিপিএলের অসরগুলোতে বরাবরই শিরোপার লক্ষ্য থাকে রংপুর রাইডার্সের। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলটির পারফরম্যান্স, স্কোয়াডের শক্তিমত্তা আর অভিজ্ঞতায় অনেকেই রংপুরকে টুর্নামেন্টের সেরা দল বলছেন।

এসব আলোচনায় খুব একটা আগ্রহ নেই রংপুরের প্রধান কোচ মিকি আর্থারের। তার চোখে একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। বিপিএলে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। তাদের পয়েন্ট এখন ৮। সমান ৮ পয়েন্ট নিয়েই প্রথম স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস।
রানরেটে এগিয়ে থাকায় চট্টগ্রামের অবস্থান প্রথমে। বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে রংপুরের কোচ মিকি আর্থার স্পষ্ট করেই জানালেন দলের মানসিকতা, ‘চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবা মানেই রংপুরের জন্য ছোট। তিনি বলেন,
টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আমি ড্রেসিংরুমেও বলি, কাগজে কলমে আমরা হয়ত টুর্নামেন্টের সেরা দল। তবে এতে কিছু যায় আসে না, কারণ খেলতে হয় মাঠে। তাই পারফরম্যান্সই আমাদের কাছে সব।
রংপুরের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার থেকে শুরু করে দেশীয় তরুণ প্রতিভার ছড়াছড়ি। লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, হৃদয়, মুস্তাফিজুর রহমানের মতো নামের পাশাপাশি দেশি-বিদেশি পারফর্মারদের নিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়া হয়েছে। তবে আর্থার বারবার মনে করিয়ে দিচ্ছেন, নাম দিয়ে ম্যাচ জেতা যায় না। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনায় যেতে চান না রংপুর কোচ।,
এখন আমরা টুর্নামেন্টের শেষ ভাগ নিয়ে ভাবছি না। আমরা গেম বাই গেম চিন্তা করছি। প্রথমে কোয়ালিফায়ার। এরপর পরের ধাপ নিয়ে ভাবনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















