টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়ালর্স। সিলেটে আজ রোববার দিনের প্রথম এই ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়ালসকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর ১টায়। এর আগে জয় দিয়ে বিপিএল শুরু করেছে চট্টগ্রাম। অন্যদিকে রংপুরের এটি প্রথম ম্যাচ..
তবে সব বিতর্ক ছাপিয়ে জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রামের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। রংপুরের এটিই প্রথম ম্যাচ আসরে। এ ম্যাচে চট্টগ্রাম একাদশে একটি পরিবর্তন এনেছে। জিয়াউর রহমানের জায়গায় নেওয়া হয়েছে অ্যাডাম রসিংটনকে।
তাতেও অবশ্য ৪ বিদেশির কোটা পূর্ণ হয়নি। আগের ম্যাচে ২ বিদেশি নিয়ে নামা দলটি এবার খেলছে ৩ বিদেশি নিয়ে। রংপুরের একাদশে লিটন ও সোহান দুজনই আছেন, তবে কিপিং করবেন অধিনায়ক সোহান। মাহমুদউল্লাহ রিয়াদসহ এক ঝাঁক তারকাকে নিয়ে একাদশ সাজিয়েছে শক্তিশালী দলটি।
চট্টগ্রাম রয়্যালস : মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।
রংপুর রাইডার্স : ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
