টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান

তৃতীয় ম্যাচ খেলছে রংপুর রাইডার্স


বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের এবারের আসরে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে রংপুর রাইডার্স। ছয় দলের এবারের আসরে এখনও পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলেছে দলটি। এক জয় ও এক পরাজয় নিয়ে টেবিলের চারে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্বাগতিক সিলেটকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।

সিলেট টাইটান্স:
সাইম আইয়ূব, রনি তালুকদার মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), আফিফ হোসেন, আজমতুল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির, এবাদত হোসেন

রংপুর রাইডার্স:
দাউদ মালান, লিটন দাস, তৌহিদ হৃদয়, কাইল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, ফাহিম আশরাফ, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী

Exit mobile version