লিগ লড়াইয়ে দারুণ স্বস্তিতে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। কোপা দেল রেতেও স্বস্তিতে তারা। মঙ্গলবার রাতে গুয়াদালাজারাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে দলটি। আন্দ্রে ক্রিসটেনসেন ও মার্ক রাশফোর্ড করেছেন গোল দুটো।
তৃতীয় সারির দল হলেও গুয়াদালাজারা দারুণ লড়েছে বার্সেলোনার বিরুদ্ধে। যে কারণে ম্যাচে আধিপত্য থাকলেও প্রথমার্ধে বার্সেলোনা স্কোরশিটে কোনো পরিবর্তন আনতে পারেনি। শুধু তাই দ্বিতীয়ার্ধের লম্বা একটা সময় গুয়াদালাজারা বার্সেলোনাকে গোল বঞ্চিত রেখেছিল। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ব্যবধান রচনা করেন ক্রিসেটনসেন। আর শেষ সময়ে ৯০তম মিনিটে স্কোরশিটে নাম লেখান রাশফোর্ড।
ম্যাচের আগে বেশ খানিকটা সময় ভোগান্তি পোহাতে হয়েছে বার্সেলোনাকে। গুয়াদালাজারা স্টেডিয়ামের নতুন গ্র্যান্ডস্ট্যান্ড তৈরি করেছে। সেখানে শুরুতে কর্তৃপক্ষ কোনো সমর্থককে যেতে দিতে রাজি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে তাদের সরে আসতে হয়। যে কারণে ম্যাচ শুরু হতে আধাঘন্টার বেশি সময় দেরি হয়। গ্র্যান্ড স্ট্যান্ডের আগে দর্শক ধারণ ক্ষমতা ছিল ছয় হাজার। এখন তা বাড়িয়ে আট হাজার করা হয়েছে।
কোপা দেল রেতে একই রাতে আরও জয় পেয়েছে দেপোর্টিভো লা করুনা, এলচে, রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়া। লা করুনা ১-০ গোলে মায়োর্কাকে, এলচে একই ব্যবধানে এইবারকে, রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে এলডেন্সকে এবং ভ্যালেন্সিয়া ২-০ গোলে স্পোর্টিয় গিজনকে হারিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











