২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়াই। সামনে ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ২২৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। চার উইকেটের বিনিময়ে দ্রুতই ম্যাচ জিতে নেয় ভারতের যুবারা। অস্ট্রেলিয়া থেকে ভারত নিয়ে আসে যুবাদের বিশ্বকাপ ট্রফি।
ওই ম্যাচে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক উনমুক্ত চাঁদ। যার ইনিংসে ভারত দ্রুত জয়লাভ করে। শিরোপা তুলে ধরে।
ফাইনালে অস্ট্রেলিয়ার আরেক যুবা করেন মাত্র ৩৭ রান। ব্যর্থ মনোরথে ওই যুবা দেখেন ভারতীয় যুবাদের উল্লাস। মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তাঁর। ওই ক্রিকেটারের নাম ট্রাভিস হেড।
হাল ছেড়ে দেননি ট্রাভিস হেড। কেবল অপেক্ষা করেছেন কবে আসবে সময়। ২০২৩ এ এসে ধরা দিলো সেই মোক্ষম সময়। এবার বিশ্বকাপের ফাইনাল। যুবাদের নয়। একেবারে বড়দের। এবার ভারতের মাটিতেই বিশ্বকাপ। ট্রাভিস হেড বেছে বেছে ফাইনালেই জ্বলে উঠলেন। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনলেন একা হেডই। ভারতের করা ২৪০ রানের জবাবে ৪৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করলেন ১৩৭। ১২০ বলে করা ওই ইনিংসে ছিল ১৫টি চার ও চারটি ছক্কার মার।
২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল হেডের অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ৬ উইকেটেই ভারতকে হারালো হেডের অস্ট্রেলিয়া।
হেরে যাওয়া হেড হাল ছাড়েননি। তাই তো দলকে উপহার দিলেন বিশ্বকাপ। কিন্তু ভারতের যুবা বিশ্বকাপ জেতা উনমুক্ত চাঁদ এখন কোথায়? টি টোয়েন্টির অর্থের হাতছানিতে বিলিয়ে দিয়েছেন নিজেকে। এদিক ওদিক টি টোয়েন্টি খেলে শেষমেষ পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রতিশোধ এভাবেও নেয়া যায়?