বাংলাদেশের ওডিআই ইতিহাস ১৯৮৬ থেকে শুরু, প্রায় ৪০ বছর হিসাব করলে দেখা যায় বাংলাদেশ ওয়ানডেতে ৪৪৯ ম্যাচ খেলে ছক্কা হাঁকিয়েছে ১১০১ বা তার বেশি। ইএসপিএন বলছে ১১০১+, যেহেতু আগের অনেক ম্যাচে এই ছক্কার রেকর্ড এক্সাক্ট পাওয়া যেত না। তবে ধরে নিলাম ১১০১ টা ছক্কাই ওয়ানডেতে মেরেছে বাংলাদেশ। (২০২৫ এর আগস্টের তথ্য অনুযায়ী)
এই ১১০১টা ছক্কার প্রথমটা এসেছে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাট থেকে; সম্ভবত ‘৯৫ এর দিকে। শেষ অর্থাৎ ১১০১তম ছক্কাটা এসেছে জাকের আলী অনিকের ব্যাট থেকে। এই ১১০১ ছক্কার মধ্যে সেরা কোনটা?
এই প্রশ্নের উত্তরে আমি সাতপাঁচ না ভেবেই উত্তর দিবো, আফতাব আহমেদ বনাম অস্ট্রেলিয়া, ২০০৫, কার্ডিফের মাটিতে। আমি জানি ভালো কিছু ছক্কা বাদ পড়ে যাবে, কিন্তু এই ছক্কা লাইভ দেখার পর আসলে এর আগে কোনো ছক্কা আসতে পারে, এটা মনেও হয় না! আমার মনে হয় ২০ বছর আগের এই ম্যাচটা যিনি দেখেছেন; তাকে আমার আলাদা করে এই ছক্কার মাহাত্ম্য লিখে বুঝাবো, তারপর কোনো পাঠক বুঝবেন, তারও প্রয়োজন হবে না।
তাও যারা দেখেননি তারা ‘রিলেট’ করতে পারবেন না হয়তো; তাই একটা লাইন এই ছক্কা নিয়ে। ম্যাচের পরিস্থিতি, ম্যাচের প্রতিপক্ষ, ম্যাচের আমেজ, ভেন্যু এবং ক্রাউড এটমোসফেয়ার, সব মিলিয়ে ৬ বলে ৭ রান লাগার সময় গিলেস্পির এগেইন্সটে বাংলাদেশের ১৯ বছর বয়সী আফতাবের এমন একটা ছক্কা; সেটা কেউ হয়তো কল্পনাও করেনি!
এরকম কল্পনাতীত ছক্কা ধরলে তামিম ইকবালের জহির খানের ছক্কাটাও আসবে, বিশ্বকাপ, প্রতিপক্ষ ধরলে সেই ছক্কাটাও দারুণ এবং মাহাত্ম্যপূর্ণ! তবু যিনি আসলে আফতাবের ওই ছক্কাটা লাইভ দেখেছেন, তার কাছে ওই ছক্কার উপর কোনো ছক্কা আসার কথা না!
আপনার চোখে বাংলাদেশের ওয়ানডেতে সেরা ছক্কা কোনটি?
