চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে আবার রিয়াল-বেনফিকা লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে আবার রিয়াল-বেনফিকা লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে আবার রিয়াল-বেনফিকা লড়াই, ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় উঠে গেছে শীর্ষ আটটি দল। প্লে-অফ থেকে চূড়ান্ত হবে বাকি আট দল। প্লে-অফে আবার বেনফিকার সঙ্গে লড়াই রিয়াল মাদ্রিদের। এছাড়া পিএসজি খেলবে স্বদেশী ক্লাব মোনাকোর বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে চমকে দেয় বেনফিকা। সেই হারে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল নেমে যায় ৯ নম্বরে। টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো এখন প্লে-অফ খেলবে শেষ ষোলোয় জায়গা পেতে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আটটি দল চূড়ান্ত হয়েছে। শীর্ষ আটটি দল জায়গা পেয়েছে সেখানে। আরও আট দলের জায়গা নিশ্চিতের জন্য যে প্লে-অফ হবে সেখানে আবার বেনফিকাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল। 

আজ অনুষ্ঠিত ড্র আবারও দুই দলকে মুখোমুখি করছে। নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা। রিয়াল আবারও সাবেক কোচ হোসে মরিনহোর দলের মুখোমুখি হচ্ছে। দুই লেগের ম্যাচগুলো হবে ১৭-১৮ ফেব্রুয়ারি ও ২৪-২৫ ফেব্রুয়ারি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খেলবে স্বদেশী ক্লাব এএস মোনাকোর বিপক্ষে। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ক্লাব ব্রুগের বিপক্ষে। জুভেন্টাসের লড়াই তুর্কি ক্লাব গ্যালাতাসারের সঙ্গে।

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ম্যাচ

পিএসজি-মোনাকো

রিয়াল মাদ্রিদ-বেনফিকা 

জুভেন্টাস-গ্যালাতাসারে 

বরুসিয়া ডর্টমুন্ড-আতালান্তা 

অ্যাটলেটিকো মাদ্রিদ-ক্লাব ব্রুগ

অলিম্পিয়াকোস-বেয়ার লেভারকুসেন 

ইন্টার মিলান-বোদো/গ্লিমট

কারাবাগ-নিউক্যাসেল ইউনাইটেড

Exit mobile version