শেষ হতে যাওয়া বছরের শেষ ম্যাচটি জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় রাতে নিজেদের মাঠের খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। জুডে বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে করেছেন গোল দুটো। মার্কাও লাল কার্ড পাওয়ায় ম্যাচের শেষ ২২ মিনিট সেভিয়াকে একজন কম নিয়ে লড়াই করতে হয়েছে।
জয় দিয়ে বছর শুরু করলেও একটা অস্বস্তি ঠিকই ঘিরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা যে অধরা থাকলো। ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
প্রথমার্ধের ৩৮ তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেলিংহাম। তবে এমবাপ্পেকে গোলের জন্য ম্যাচের প্রায় শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এ গোলের মাঝ দিয়ে রিয়ালের হয়ে এমবাপ্পে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন। ২০১৩ সালে ৫৯ গোল করে রেকর্ড গড়েছিলেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করার পর তাই পর্তুগীজ তারকা রোনালদোর চিরচেনা ‘সিউ’ উদযাপন করেন এই ফ্রেঞ্চ তারকা।

এ গোলের মাঝ দিয়ে এমবাপ্পে এ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে নিজেকে অনেকটা এগিয়ে নিয়েছেন। ১৮ ম্যাচে ১৮ গোল তার। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার ফেরান টরেসের গোল সংখ্যা ১১।
রিয়াল মাদ্রিদ আরও একটা পেনাল্টি পেতে পারতো। বেলিংহাম ফাউলের শিকার হয়েছিল। রেফারি পেনাল্টি বাঁশিও বাজিয়েছিলেন। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করে দেন। অন্যদিকে শেষদিকে একটা বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। সেভিয়ার আলফন গঞ্জালেসের জোরালো শট রুখে দিয়ে তিনি নিজেদের দক্ষতার প্রমাণ দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











