বিপিএলে রান কম হওয়ার যে কারণ দেখছে বিসিবি । শুক্রবার ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল। এবারের বিপিএলে কোনো ম্যাচেই এক ইনিংসে ২০০ রান হয়নি। টি-টোয়েন্টির খেলাতে ২০০ রান না হওয়া কিছুটা দৃষ্টিকটুই। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।
বিপিএলের একপেশে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ট্রফি জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টজুড়ে অনেক ক্রিকেটারই ব্যাটে-বলে নিজেদের মুন্সিয়ানা-দক্ষতা দেখিয়েছেন। রানের বন্যা বইয়ে দিয়েছেন অনেকে। আবার অনেক ক্রিকেটার উইকেট তুলেছেন টপাটপ। অনেকেই আশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।
শনিবার ২৪ জানুয়ারি বোর্ড সভা শেষে রাতে সংবাদ সম্মেলনে আমজাদ বলেন, ‘বিপিএলে আসলে আমাদের রান বেশি হয় চট্টগ্রামে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খেলা অফ রাখার কারণে মাঝে এক দিন খেলা হয়নি, যে কারণে শেষমেশ আমরা চট্টগ্রামে খেলা দিতে পারিনি। সিলেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট ঢাকাতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট।
ঢাকা টনি হেমিং আসার পর পিচ নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট হচ্ছে। ফাইনালে এক দল রান করেছে, সেঞ্চুরি করেছে। আরেক দল করেনি। এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে আমাদের ক্রিকেটারদের প্রস্তুত করা হচ্ছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















