২০২৬ ফিফা বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডায় এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই এর আগে ৩২ দলের মেগা আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে। ২০২২ বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি ৫০ শতাংশ বৃদ্ধি করতে সম্মত হয়েছে ফিফা। ফলে এবার প্রাইজমানি হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৭৯৯৯ কোটি টাকা।

আগামী বছর অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে বড়। কারণ, আগের তুলনায় বেড়েছে ১৬টি দল। দলগুলো বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি পাবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার (৬১০ কোটি ৬০ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)। এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিনা ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্সকে ৩ কোটি ডলার দেওয়া হয়েছিল।

কাতার বিশ্বকাপের তুলনায় এবার প্রাইজমানি বেশি, ছবি: সংগৃহীত

২০২২ সালে কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। ২০২৬ আসরে তা ২১ কোটি ৫০ লাখ বাড়ানো হয়েছে। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩০ লাখ ডলার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ ভেন্যুতে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৬ আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলচে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরই ৪৮ দল নিজেদের অর্থপুরস্কার নিশ্চিত করেছে। টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে এক কোটি ৫ লাখ ডলার পাওয়া নিশ্চিত। গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্যও রয়েছে বরাদ্দ। তৃতীয় অবস্থানে থাকা দল ২ কোটি ৯০ লাখ ডলার এবং আর চতুর্থ হওয়া দলকে ২ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হবে।

Exit mobile version