মিরপুর স্টেডিয়ামে প্রবেশে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ

বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এখানেই আছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়। অথচ সেই স্টেডিয়ামেই এবার সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নানা বিধিনিষেধ দিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে কোনো ইভেন্ট ছাড়া সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ক্রীড়া সাংবাদিকরা প্রায় সারাদিনই পড়ে থাকের মিরপুর স্টেডিয়ামে। কারণ এখানে বিসিবি যেমন আছে, তেমনি জাতীয় একাডেমি, একাডেমি মাঠ, ইনডোর, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ছাড়াও দেশের সার্বিক ক্রিকেট কার্যক্রমের পরিকল্পনা কিংবা শুরু এখান থেকেই হয়।

দেশের ক্রিকেটপ্রেমী কোটি কোটি মানুষ সবসময় দেশের ক্রিকেটারদের সম্পর্কে, ক্রিকেট বিষয়ক যেকোনো ঘটনা জানতে অধীর হয়ে থাকেন। আর তাদের আগ্রহ মেটানোর ক্ষেত্রে সাংবাদিকরাই ভূমিকা রাখেন।

এবার নিরাপত্তা শঙ্কার কারণে এই স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। আজ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এই নতুন নির্দেশনা বিজ্ঞপ্তির পর থেকেই কার্যকর হবে।

গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। তাই এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।

Exit mobile version