বিপিএলে বিশ্বকাপে চোখ রিপনের । যদিও প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন পেসার রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ডানহাতি এই পেসার।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ২৯ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটাই রিপনের সেরা বোলিং ফিগার। বিপিএলের আগে সর্বশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’দলের হয়ে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।
সেই টুর্নামেন্টের আত্মবিশ্বাসই বিপিএলেও কাজে লাগছে বলে মনে করছেন এই পেসার। ম্যাচ শেষে রিপন বলেন,‘আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে। যেভাবে শুরু করলাম, তাতে আরও বেড়েছে। এখান থেকে ভালো করতে পারলে আরও ভালো হবে।’
এছাড়া তিনি বলেন,পরে কী হবে, আমি জানি না। খেলোয়াড় হিসেবে যেকোনো সময়ের জন্য রেডি থাকতে হবে। কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু হতে পারে, এসব নিয়ে ভাবি না। সুযোগ পেলে আমি ভাবি, এটাই আমার শেষ সুযোগ। সেভাবেই প্রস্তুত থাকি।’
জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে তিনটি টি–টোয়েন্টি খেললেও সেটি ছিল দ্বিতীয় সারির দল। সামনে বিশ্বকাপ, আর সেই লক্ষ্যেই বিপিএলকে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি, ‘বিপিএল আমার জন্য বড় একটা মঞ্চ। আমি যদি ভালোভাবে পারফর্ম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ আসবে (বিশ্বকাপে)। আমি সেই সুযোগের অপেক্ষাতেই আছি। যদি ইনশাআল্লাহ আসে, আমি সেটা লুফে নেব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















