বিপিএলে রিপন মণ্ডলের দুর্দান্ত হ্যাটট্রিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই থামল ঢাকা ক্যাপিটালস । রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ঢাকা ক্যাপিটালস ১৩১ রানে গুটিয়ে গেছে। রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন উড়ন্ত সূচনা এনে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান আসে। তবে সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন আব্দুল গাফফার সাকলাইন।
২৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৪১ রান করে উসমান ও পরের বলে সাইফ হাসানকে (০) সাজঘরে ফেরান সাকলাইন। পরবর্তী ওভারে আব্দুল্লাহ আল মামুনও (১২) সাজঘরে ফিরলে পরিস্থিতি পালটে যায়।

এরপর রাজশাহী ওয়ারিয়র্স বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকার রান তোলার গতিও শ্লথ হয়ে যায়। মূলত ধ্বংসটা চালিয়েছেন তরুণ ডানহাতি পেসার গাফফার সাকলাইন।
নাসির হোসেন শুধু ২৭ বলে ১ চার, ১ ছয়ে ২৪ রানের সংগ্রামী ইনিংস খেলেন। শেষ ওভারের ৪র্থ বলে সাব্বির রহমানকে (১৪) ক্যাচ, ৫ম বলে জিয়াউর রহমানকে (০) ক্যাচ ও ৬ষ্ঠ বলে তাইজুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন রিপন। এটি চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক।
নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় ঢাকা। ক্যারিয়ারসেরা বোলিং করে সাকলাইন ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন। রিপন মণ্ডল ৩টি ও মো. রুবেল ২টি উইকেট পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















