বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ – মঈন

বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ - মঈন

মঈন আলীর মন্তব্য পরবর্তী সুপারস্টার রিশাদ।

বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ – মঈন আলী ইংল্যান্ডের অভিজ্ঞ এই অলরাউন্ডার মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। রিশাদকে পরবর্তী সুপাারস্টার মনে করছেন তিনি। বিপিএলের সময়ে রিশাদের বিগ ব্যাশ লিগে খেলার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন মঈন এবং এর মাধ্যমে রিশাদের আরও বেশি শেখার সুযোগ হবে বলে মনে করেন, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। শনিবার সিলেটে এমন বন্তব্য করেন তিনি।

বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রিশাদ। তাকে সমর্থনও দিয়েছে বিসিবি। ফলে বিপিএল চলাকালীনই বিগ ব্যাশে খেলতে গেছেন রিশাদ। বিপিএল বাদ দিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলতে যাওয়া নিয়ে মঈন বলেন, ‘আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ সে লেগ স্পিনার, তরুণ, প্রতিভাবান।

রিশাদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনান এই ইংলিশ তারকা। তিনি বলেন, তার মতে রিশাদই হতে পারে বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। ভালো খেলোয়াড় ও প্রতিভাবান তরুণ ক্রিকেটার বাংলাদেশে আরও আছে, কিন্তু সুপারস্টার হওয়ার দৌড়ে রিশাদকেই এগিয়ে রাখছেন মঈন। তিনি বলেন,‘রিশাদ একজন দারুণ বোলার এবং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার। সে এখন নিজের জায়গা তৈরি করছে… তাকে নিজের নাম তৈরি করতে হবে।

বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ – মঈন । ছবি: সংগৃহীত

বিপিএল মিস করাকে দুঃখজনক বললেও মঈনের দৃষ্টিতে সেটি রিশাদের জন্য ক্ষতির চেয়ে বরং লাভজনক হতে পারে। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে রিশাদের জন্য ভালো, একই সঙ্গে দীর্ঘমেয়াদে উপকারে আসবে বাংলাদেশ ক্রিকেটেরও। তিনি বলেন,‘বিপিএল মিস করা দুঃখজনক, কিন্তু আমার মনে হয় এটা তার জন্য ভালো, আর বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো।

বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে এই প্রশ্নে কোনো দ্বিধা ছাড়াই মঈন আলী বলেন, ‘আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।’

এছাড়া মঈন রিশাদকে পরামর্শ দেন, “কঠোর পরিশ্রম করো। ব্যাটিংয়ে আরও বেশি পরিশ্রম করো। বোলিংয়েও কঠোর পরিশ্রম চালিয়ে যাও। অবশ্যই যতটা সম্ভব বিগ ব্যাশ খেলো, যত লিগ খেলতে পারো সব খেলো, আর শেখার চেষ্টা চালিয়ে যাও। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

Exit mobile version