অবসর ভেঙে ফিরলেন রোনালদোর ৩৯ বছর বয়সি সতীর্থ

অবসর ভেঙে ফিরলেন রোনালদোর ৩৯ বছর বয়সি সতীর্থ

অবসর ভেঙে ফিরলেন ৩৯ বছর বয়সি ন্যানি। ছবি: সংগৃহীত

এবার অবসর ভেঙে ফিরলেন রোনালদোর ৩৯ বছর বয়সি সতীর্থ । তিনি ২০২৪ সালে ৩৮ বছর বয়সে অবসরে গিয়েছিলেন। এবার এশিয়ায় খেলতে ৩৯ বছর বয়সে অবসর ভাঙলেন। ন্যানি , কাজাখস্তানি ক্লাব এফসি আকতোবে নাম লিখিয়েছেন।

দুই পক্ষের এক বছরের চুক্তি হয়েছে। তাকে দেওয়া হয়েছে ক্লাবের একটি বাড়তি দায়িত্বও। চুক্তি করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘এফসি আকতোবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ক্লাবের পাশাপাশি কাজাখস্তানের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

ন্যানি ২০০৫ সালে স্পোর্টিং সিপি দিয়ে সিনিয়র ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন। অবসর নেন নিজ শহরের ক্লাব আমাদোরায় খেলা অবস্থায়। মাঝে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনারবেচ, ভ্যালেন্সিয়া, ল্যাজিওর মতো দলগুলোর হয়ে। সব মিলিয়ে ৬১৬ ম্যাচে ১২৮ গোল ও ১৪৫ অ্যাসিস্ট করেছেন।

এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৮ সালের ফাইনালে চেলসিকে হারিয়ে সবশেষ যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতে, ন্যানি ওই ফাইনালের সদস্য। ওয়েইন রুনির বদলি হিসেবে অতিরিক্ত সময়ে তাকে নামিয়েছিলেন তৎকালীন কোচ আলেক্স ফার্গুসন। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ একটি গোল করেছিলেন তিনি।

Exit mobile version