সৌদি প্রো লিগে উড়ছে রোনালদোর আল নাসর। গোল করেও সমালোচিত রোনালদো । টানা ১০ জয়ের কীর্তি গড়া আল নাসর মঙ্গলবার আল ইত্তিফাকের সঙ্গে ড্র করে। ২-২ গোলে ড্র। এ ড্র’য়ের ফলে টানা ১০ ম্যাচ শেষে প্রথমবার পয়েন্ট হারালো। তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান তারা ঠিকই ধরে রেখেছে। ১১ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট তাদের।
ম্যাচের ১৬ মিনিটে জর্জিনিয়ো উইজালডামের গোলে এগিয়ে যায় ইত্তিফাক। দ্বিতীয়ার্ধের শুরুতে আল নাসর সমতায় ফেরায়। ৬৭ মিনিটে গোল করে এগিয়ে যায় আল নাসর। আর এই গোল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রোনালদো।
মূলত হেড করতে গিয়ে রোনালদো প্রতিপক্ষের বক্সের মধ্যে পড়ে যান। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান সিআরসেভেন। সেই সময় জটলার মধ্যে থেকে শট নেন ফেলিক্স। তার শট রোনালদোর পিঠে লেগে ইত্তিফাকের জাল স্পর্শ করে। রোনালদো শরীরে লেগে বল জালে জড়ানোয় রেফারি গোলটি রোনালদোর নামে দেন। এ নিয়ে পেশাদার ফুটবলে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৭।
এই গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন সি আর সেভেন। গোলের আসল কৃতিত্ব ফেলিক্সের হলেও রোনালদো তাকে ধন্যবাদ ও জানাননি। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। সমালোচনার মুখে পড়েছেন তিনি। যে গোলে তার অবদান নেই সেই গোল নিয়ে মাতামাতি ভালোভাবে দেখছেন না আল নাসর সমর্থকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















