কিংবদন্দি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কী এবার হলিউডে নাম লেখালেন! হলিউডের সঙ্গে তিনি চুক্তি করেছেন কিনা তা এখনও নিশ্চিত না হলেও, ইন্টারনেটে একটি ছবি বেশ সাড়া ফেলেছে। তার পরই গুঞ্জন ওঠে, হলিউডে দেখা যেতে পারে সিআর সেভেনকে।
হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল।
ডমিনিক টোরেত্তো চরিত্রে দীর্ঘদিন ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্ব দেয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, রোনালদোর জন্য বিশেষ একটি চরিত্র তৈরি করা হয়েছে। পোস্টে রোনালদোকে ট্যাগ করে দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।
এ বিষয়ে ভিন ডিজেল লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন, সে কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি।’
তবে সেই চরিত্রটি কী ধরনের, কিংবা গল্পে তার ভূমিকা কী-এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রোনালদো।
জনপ্রিয় স্ট্রিট রেসিং ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিনেমা ফাস্ট এক্স: পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে। সেই সিনেমায় রোনালদোকে দেখা যাবে কিনা কে জানে!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















