রোনালদোর জোড়া গোলে স্বস্তিতে আল নাসর

সৌদি প্রো লিগ

গোল করেও সমালোচিত রোনালদো

গোলের পর উচ্ছ্বসিত রোনালদো , ছবি: সংগৃহীত

রোনালদোর জোড়া গোলে স্বস্তিতে আল নাসর । সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর শতভাগ জয়ের কীর্তি গড়ে চলেছে। শনিবার তার দল অ্যাওয়ে ম্যাচে আল ওখদুদকে ৩-০ গোলে হারিয়েছে। রোনালদো জোড়া গোল করেছেন। আল নাসরের এটা ছিল ১০ ম্যাচে দশম জয়। স্বাভাবিকভাবে ৩০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

জোড়া গোলের মাঝ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে সহস্রতম গোলের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন। এ ম্যাচের দ্বিতীয় গোলটি ছিল তার ৯৫৬তম গোল। ম্যাচে আরও একটা গোলও করেছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে বাতিল করেন।

ম্যাচের শুরু থেকেই স্পষ্ট আধিপত্য ছিল আল নাসরের। তবে গোল পেতে তাদের আধাঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে। ৩১তম মিনিটে রোনালদো প্রথম গোল করেন। বিরতির আগে ইনজুরি সময়ে এই পর্তুগীজ দ্বিতীয় গোলের আনন্দে মেতে ওঠেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আল নাসর পায় তৃতীয় গোলের দেখা। এ গোলটি করেন ফেলিক্স।

২০১৮-১৯ মৌসুমের পর আল নাসর আর শিরোপার দেখা পায়নি। এবার তাদরে সামনে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। ১০ ম্যাচের সবকটিতে জিতে এমনিতেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তার ওপর দ্বিতীয় স্থানে থাকা আল হিলারের সঙ্গে পয়েন্টের ব্যবধান এরই মধ্যে বেড়ে চার হয়েছে। ফলে আল হিলারের হুমকি থেকে অনেকটা নিরাপদ দূরত্বে রয়েছে তারা।

Exit mobile version