ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়, কিন্তু একই টুর্নামেন্টে একাধিক ভাইয়ের একসঙ্গে লড়াই সবসময়ই আলাদা রঙ যোগ করে। চলমান এসএ টোয়েন্টি লিগে ঠিক সেটাই দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার একসঙ্গে খেলছেন তিন জোড়া ভাই, আর গত কয়েক দিনের মধ্যেই সবাই নেমেছেন মাঠের লড়াইয়ে।
এই পারিবারিক উপস্থিতির প্রথম জুটিতে আছেন জানসেন ভাইরা। মার্কো জানসেন খেলছেন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে, আর তাঁর ভাই ডুয়ান জানসেন প্রতিনিধিত্ব করছেন জোবার্গ সুপার কিংসকে। দুই ভাই দুই দলে হলেও টুর্নামেন্টে তাঁদের পারফরম্যান্স নিয়ে আলাদা করে নজর রাখছেন দর্শকরা।
দ্বিতীয় জুটি বোশ ভাইরা। করবিন বোশ খেলছেন এমআই কেপ টাউনের জার্সিতে, আর ইথান বোশ মাঠে নামছেন ডারবান সুপার জায়ান্টসের হয়ে। একই লিগে দুই ভাইয়ের এমন উপস্থিতি দলীয় প্রতিযোগিতার পাশাপাশি পারিবারিক গল্পও তৈরি করছে।
তৃতীয় জুটি হারমান ভাইরা। জর্ডান হারমান আছেন সানরাইজার্স ইস্টার্ন কেপে, আর তাঁর ভাই রুবিন হারমান খেলছেন পার্ল রয়্যালসের হয়ে। ভিন্ন দলে খেললেও একই মঞ্চে তাঁদের লড়াই বাড়তি কৌতূহল তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
এসএ টি-টোয়েন্টি লিগ এমনিতেই তারকা সমৃদ্ধ, তার ওপর তিন জোড়া ভাইয়ের একসঙ্গে অংশগ্রহণ টুর্নামেন্টকে দিয়েছে ভিন্নমাত্রা। মাঠে রানের হিসাব আর উইকেটের লড়াইয়ের পাশাপাশি এই পারিবারিক সংযোগগুলোই হয়তো এবারের এসএ টোয়েন্টি লিগ কে আরও স্মরণীয় করে রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















