বিপিএলে ঢাকার ব্যর্থতার কারণ জানালেন সাব্বির

বিপিএলে ঢাকার ব্যর্থতার কারণ জানালেন সাব্বির

বিপিএলে হারের বৃত্ত আটকে আছে ঢাকা ক্যাপিটালস। সবশেষ গত(সোমবার) রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হারের কারণ জানিয়েছেন ব্যাটার সাব্বির রহমান।

টুর্নামেন্টের শুরুতে ভালো অবস্থানে থাকলেও মাঝপথে সেই ছন্দ ধরে রাখতে পারেনি ঢাকা। সাব্বির বলেন, ‘সমস্যা খুঁজলে অনেক সমস্যাই পাওয়া যাবে। শুরুতে আমরা মোমেন্টাম পেয়েছিলাম, এরপর সেটাই হারিয়ে ফেলেছি। ঘাটতি অবশ্যই ছিল, বিশ্লেষকরা সেগুলো বের করার চেষ্টা করছে।’

এছাড়া উইকেটের আচরণ নিয়েও ব্যাখ্যা দেন সাব্বির, ‘আজকের উইকেট ছিল ১৫০ রানের মতো। আমরা ২০–৩০ রান কম করেছি। মিডল অর্ডারে ডট বল বেশি হয়ে গেছে, সেটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে।’

দলের পারফরম্যান্সে বাইরের কোনো বিষয় প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্নে তিনি বলেন,‘পেশাদার ক্রিকেটারদের বাইরের বিষয় নিয়ে মাথাব্যথা করার কথা না। পারিবারিক বা অন্য সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা সেগুলো এড়িয়ে খেলেছি। মোমেন্টাম পাইনি বলেই এমন হয়েছে, বাইরের কোনো বিষয় দায়ী নয়।’

Exit mobile version