সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ড কলঙ্কিত করেছে – দাবি আমিনুলের

সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ড কলঙ্কিত করেছে - দাবি আমিনুলের

আমিনুল হক , ছবি: সংগৃহীত

সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ড কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন আমিনুল হক। একই সাথে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে বিসিবির কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। প্রশ্ন উঠছে বিসিবির বর্তমান বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়েও। বর্তমান বোর্ডের গঠন প্রক্রিয়া নিয়েই এবার প্রশ্ন তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক।

সোমবার গণমাধ্যমের এক প্রশ্নে আমিনুল বলেন,

ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে নতুন করে বলতে চাই না। গতকালও (২৫ জানুয়ারি) কথা বলেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, যেটি ইতোমধ্যেই আপনারা সকলেই জানেন। সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন।

জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের আইনের আওতায় নিয়ে আসার অঙ্গীকারও করেছেন আমিনুল। তিনি বলেন,

এটার (বোর্ড গঠনে অনিয়ম) পেছনে যারাই জড়িত থাকুক না কেনো, ভবিষ্যতে নির্বাচনের পর আল্লাহ আমাদের যদি কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না।

ক্রিকেট কূটনীতির অভাবেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বলেও মনে করেন জাতয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘যেখানে আমরা নিরাপত্তা চেয়েছিলাম, সেটা আমার অধিকার। আমার দেশ আগে, সেটা আমার অধিকার। সেখানে নিরাপত্তা জটিলতার কারণে আজকে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আমরা যদি আরও সুদূরপ্রসারী চিন্তা করতাম, আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি কূটনৈতিক পরিবেশে আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড।’

Exit mobile version